সুন্দর মুহূর্ত হঠাৎ পরিণত হল আতঙ্কে! পরিস্থিত বেগতিক দেখে গাড়ির জানালা দিয়েই লাফ দিলেন যুগল। গায়ে পোশাক আশাক কিছু নেই বললেই চলে। চেক রিপাবলিকের প্রবল ঠান্ডায় তখন হতভম্ভ অর্ধনগ্ন যুগল।
চারপাশে শ্বেত-শুভ্র বরফ। আবহাওয়ায় চমৎকার। এমন পরিবেশে যে রোম্যান্টিকতা আসবে সেটাই তো স্বাভাবিক। বছর ৩১-এর প্রেমিক তখন তাঁর গার্লফ্রেন্ডকে মশগুল গাড়িতেই। কিন্তু নিয়তি খণ্ডাবে কে? সেন্ট্রাল চেক রিপাবলিকের যে বরফে ঢাকা নির্জন মাঠের ধারে গাড়ি দাঁড় করিয়েছিলেন তারা, তা আসলে কোন মাঠ ছিল না। ছিল জমে বরফ হয়ে যাওয়া একটি গভীর লেক। সেক্সের সময় উত্তেজনার বশে গিয়ারে পা পড়তেই গাড়ি গড়াতে থাকে নিজের মনে। পুকুরে পড়তেই পাড়ের নরম বরফ ভাঙতে শুরু করে। গাড়িও বরফ কেটে ডুবতে থাকে গভীরে।
পরিস্থিত বেগতিক দেখে গাড়ির কাচ নামিয়ে জানালা দিয়েই লাফ মারেন যুগল। গায়ে তখন পোশাক নেই বললেই চলে। চেক রিপাবলিকের প্রবল ঠান্ডায় তখন হতভম্ভ অর্ধনগ্ন যুগল। গাড়ি তুলবেন না নিজেদের দেহ লুকাবেন সেই ভেবেই অস্থির। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ফায়ার ব্রিগেড এসে উদ্ধার করে গাড়ি।