

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্য হেগে নিযুক্ত মিনিস্টার (স্থানীয়) শাবাব বিন আহমেদকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অবিলম্বে দেশে ফিরে আসতে বলা হয়েছে।
শাবাব বিন আহমেদকে সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার হিসেবে বদলি করা হয়েছিল। তবে সেখানে যোগদানের আগেই তিনি কলকাতা মিশনে ভারতের আস্থা অর্জনের নামে বাংলাদেশ সরকারের কলকাতা মিশনে দীর্ঘদিনের কোরবানি প্রথা বন্ধের নির্দেশ দেন। নতুন ডেপুটি হাইকমিশনার শাবাব বিন আহমেদ দায়িত্ব গ্রহণের আগেই সে মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোরবানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এই সিদ্ধান্ত জানাজানি হতেই মিশনের ভেতরে এবং কূটনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
তার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সমালোচনার মুখে পররাষ্ট্র মন্ত্রণালয় তার কলকাতা মিশনে বদলির আদেশ বাতিল করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাবাব বলেন, “হোস্ট কান্ট্রি ভারতের আস্থা অর্জন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোরবানির মতো কার্যক্রমে সংবেদনশীলতা দেখানো জরুরি।” তিনি দাবি করেন, ভারত সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে কলকাতা মিশনে কোরবানি দেওয়ার প্রথা দীর্ঘদিনের। গত ৩০ বছরের বেশি সময় ধরে প্রতি ঈদুল আজহায় পাঁচ থেকে সাতটি গরু ও ছাগল কোরবানি দিয়ে মাংস এতিমখানা ও আশপাশের দরিদ্র মুসলিমদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে। স্থানীয়ভাবে এটি শুধু ধর্মীয় আচার নয়, মানবিক উদ্যোগ হিসেবেও বিবেচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, স্থানীয় আবেগ-অনুভূতির প্রতি যথাযথ সম্মান দেখানো না যাওয়ায় এবং দায়িত্ব নেওয়ার আগেই এমন সিদ্ধান্ত দেওয়া অনভিপ্রেত বলেই শাবাবকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।