

বোরহানউদ্দিন, (ভোলা) প্রতিনিধি : কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার জন্য এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান উজ্জামান। তাঁর সরাসরি তত্ত্বাবধানে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় পাঁচজন দরিদ্র ব্যক্তিকে কর্মসংস্থানের উপকরণ হিসেবে ভ্যানগাড়ি ও চায়ের দোকান স্থাপনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও রায়হান উজ্জামান বলেন, সমাজের অনেক মানুষ বিভিন্ন কারণে কর্মহীন হয়ে পড়েন। আমরা চাই, তারা পুনরায় নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের কাগজপত্র যাচাই-বাছাই করে আমরা এই সহায়তা প্রদান করছি। আমাদের আশা, তারা এই সুযোগ কাজে লাগিয়ে পরিশ্রম করে আত্মনির্ভরশীল হবেন। এই ধরনের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা আবেগ প্রকাশ করেন। ভ্যানগাড়ি পাওয়া সিডু মিয়া বলেন, অনেক দিন বেকার ছিলাম। নিজের কিছু করার সামর্থ্য ছিল না। ইউএনও স্যারের সহায়তায় এখন একটা ভ্যানগাড়ি পেয়েছি। আল্লাহর রহমতে এখন আয় করে সংসার চালাতে পারব।” চায়ের দোকান পাওয়া ঝন্টু মিয়াও একই রকম অনুভূতি প্রকাশ করে বলেন, “দোকান দেওয়ার মতো পুঁজি ছিল না। এখন নতুন মালামাল নিয়ে দোকান সাজাতে পেরেছি। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহি আল-আমীন জানান, এই কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষদের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ইউএনও মহোদয়ের মানবিক চিন্তা ও উদ্যোগে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের সদিচ্ছা এবং মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব। বোরহানউদ্দিনের এই উদাহরণ দেশের অন্যান্য এলাকার জন্য অনুকরণীয় হতে পারে।










