এবার এসে গেল নারীদের জন্য ভায়াগ্রা

এতদিন পুরুষেরা যৌন ক্ষমতা বাড়ানোর প্রয়োজনে ভায়াগ্রা সেবন করতেন। এবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নারীদের জন্যও এমনই একটি ওষুধের অনুমোদন দিয়েছে। যাকে বলা হচ্ছে ‘ফিমেল ভায়াগ্রা’।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি স্প্রাউট ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘ফ্লিব্যানসেরিন’ নামের ওষুধটি সম্প্রতি এফডিএ’র উপদেষ্টা কমিটির বৈঠকে অনুমোদন পেয়েছে। মস্তিস্কে বিশেষ কিছু হরমোন নিঃসরণ বাড়ানোর মাধ্যমে মেনোপজ বা ঋতুস্রাব বন্ধ হওয়ার আগের পর্যায়ে থাকা বয়স্ক নারীদের যৌন উত্তেজনা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই মূলত ওষুধটি তৈরি করা হয়েছে।

তবে ওষুধটি অতো ভালো কাজ করে না, এমন কথা বলছেন অনেকে।এর আগে স্প্রাউট একই ধরনের আরেকটি ওষুধ ‘অ্যাডি’ নামে বাজারে ছাড়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলো। কিন্তু ওষুধটি কাজ না করায় এবং মাথা ঘোরা, বমিভাব ও জ্ঞান হারানোর মতো পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়ায় এফডিএ ওই আবেদন নাকচ করে দেয়।

ফ্লিব্যানসেরিন পরীক্ষাকারী নারীরা জানান, ওষুধটি খেয়ে তারা প্রতি মাসে আগের তুলনায় বেশি যৌন তৃপ্তি পেয়েছেন। তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা ওষুধটির কার্যকারিতাকে ‘পরিমিত’ শ্রেণীতে ফেলেছেন।

ওষুধটি মূলত তৈরি করেছিলো বোয়েরিংগার ইঙ্গেলহাইম নামের একটি জার্মান কোম্পানি। এফডিএ তাদের অনুমোদন না দেয়ায় স্প্রাউট ওষুধটি তাদের কাছ থেকে কিনে নেয়।

এফডিএ’র উপদেষ্টা কমিটির বৈঠকে বলা হয়, ফিমেল ভায়াগ্রা তৈরির উদ্দেশ্য হলো মেনোপজের আগের পর্যায়ে থাকা বয়স্ক নারীদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বিষয়ক সমস্যা ‘হাইপোঅ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজর্ডার’ এর চিকিৎসা। এই সমস্যাগ্রস্ত নারীদের প্রতি রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে।

তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ ওষুধটি খেতে পারবেন না। চিকিৎসক যদি নিশ্চিত করেন রোগীর হাইপোঅ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজর্ডার রয়েছে, তাহলেই শুধু ওষুধ গ্রহণের অনুমতি পাওয়া যাবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে হাইপোঅ্যাকটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজর্ডার বা নারীর যৌন উত্তেজনা কমে যাওয়া বিষয়ক রোগগুলোর চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই। ফ্লিব্যানসেরিন সেই সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করে এফডিএ।

স্প্রাউটের প্রধান নির্বাহী সিন্ডি হোয়াইটহেড বলেছেন, ফ্লিব্যানসেরিনের পাশাপাশি ‘অ্যাডি’ ব্র্যান্ডের ওষুধটির উন্নয়নেও প্রতিষ্ঠানটি কাজ করবে।

নারী ও জেন্ডার অধিকার বিষয়ক সংস্থাগুলো নারীদের জন্য তৈরি ভায়াগ্রার অনুমোদনকে সমর্থন জানিয়েছে। শীঘ্রই ওষুধটি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে।