

মোমিনুর রহমান মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক সমন্বয় সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ওমর ফারুকের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় এ ঘটনায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরে নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


