একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে সক্ষম নির্বাচন কমিশন: ইসি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, বাড়তি অর্থ অপচয় না করে একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা সমীচীন। এক সাথে দুই ভোট আয়োজন করতে সক্ষম নির্বাচন কমিশন এবং তা সম্ভব।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

গণভোট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজি রাজনৈতিক দলগুলো। তবে গণভোটের সময় নিয়ে শেষ দিনেও দলগুলো একমতে আসতে পারেনি। বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট। জামায়াতে ইসলামী চায় আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। আর সনদের ভিত্তিতেই হবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। ফলে এ বিষয়ে কোনো ধরনের ঐকমত্য ছাড়াই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয়েছে।