বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনকে আসনে রেখে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে পটুয়াখালীর বাউফলে লিফলেট বিতরণ করেন সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আ.স.ম ফিরোজ।
রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরে ঘুরে ঘুরে ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. আলাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য শাহজাহান খান, জেলা পরিষদের সাবেক সদস্য হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাত প্রমূখ।