জাফর আলম, কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক পরিবারের তিনজনকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত বাড়িতে এই হামলা হয় বলে জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং মেয়ে আসমা বেগম (১৩)।
ইকবাল জানান, ভোরে অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে ঢুকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আহমেদ হোসেন ও সৈয়দুল আমিন মারা যান। গুলিবিদ্ধ আসমাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়।সৈয়দুল আমিন মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন বলে ক্যাম্পবাসী জানিয়েছে। আরসার মধ্যে দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা অতিরিক্ত ডিআইজি ইকবালের। এই ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
মিয়ানমারের বাস্তচ্যুত ১৪ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে দীর্ঘদিন ধরে। প্রতিবেশী দেশটিতে এখন সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। তার ঢেউ বাংলাদেশেও এসে লাগছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গত ছয় বছরে দেড় শতাধিক হত্যাকাণ্ড ঘটেছে। গত দুই বছরে নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।