আবদুর রহমান নোমান: ভোলার লালমোহন উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে মো. আজিম উদ্দিন বিশ্বাস নামে ৩৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফরাজির দোকান এলাকার বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে।
যুবক আজিম উদ্দিন ওই বাড়ির মৃত জামাল উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের চট্টগ্রাম জোনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, গত রোববারের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের মধ্যে পড়ে ছিল। তবে বুধবার দুপুরে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করে বিদ্যুৎ বিভাগ। এ সময় ওই পুকুরে গোসল করছিলেন যুবক আজিম উদ্দিন বিশ্বাস। যার ফলে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে কল দিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করালেও প্রাণ হারান যুবক আজিম উদ্দিন বিশ্বাস।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।