ইসরায়েল কোণঠাসা, ইরানের ওপর যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে: তেহরান

ইরান-ইসরায়েল চলমান সংঘাতে ইসরায়েল দিন দিন অসহায় হয়ে পড়ায় এখন ইরানের প্রতি যুদ্ধ থামানোর আহ্বান জোরালো হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার তেহরানে এক বিবৃতিতে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা আগামী দিনগুলোতে আরও তীব্র হবে বলে আমরা আশা করছি।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “যেসব দেশ এতদিন জায়নিস্ট শাসনের সরাসরি পৃষ্ঠপোষক ছিল, তারা এখন সেই অবস্থান থেকে এক ধরণের কৌশলগত পিছু হটছে। তাদের সমর্থনের ধারা বদলাচ্ছে।”

তিনি মনে করেন, এই প্রবণতা একটি বড় ধরনের আন্তর্জাতিক কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও এর প্রভাব পড়ছে।

তেহরান জানিয়েছে, যতক্ষণ ইসরায়েল তাদের আগ্রাসন অব্যাহত রাখবে, ততক্ষণ ইরানের পক্ষ থেকেও ‘প্রতিউত্তর’ চলবে। তবে পরিস্থিতির রাজনৈতিক সমাধানে কূটনৈতিক উদ্যোগেও তারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কূটনীতিক।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই আন্তর্জাতিক মহলের চাপ ইরানের দিকে ঘুরে যাবে। একইসঙ্গে পশ্চিমা বিশ্বেও ইসরায়েলকে ঘিরে সমর্থনের ভাঙন স্পষ্ট হতে শুরু করবে।