

যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচকভাবে দেখছে জামায়াতে ইসলামী। তবে ওই বৈঠকে আগামী নির্বাচনের দিনক্ষণ নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা নিয়ে নিজেদের অবস্থান তাৎক্ষণিকভাবে জানায়নি দলটি। বিষয়টি নিয়ে দলীয় বৈঠক করে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
যুক্তরাজ্যের লন্ডনে আজ শুক্রবার বৈঠক করেন ড. ইউনূস ও তারেক রহমান। পরে যৌথ বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, সব প্রস্তুতি শেষ হলে আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ও ইতিবাচক মনে করি।’ তিনি আরও বলেন, ‘রাজনীতিতে রাজনৈতিক দল ও সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সব সময়ই সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য।’
জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকারপ্রধান তো বিএনপি, জামায়াত, এনসিপিসহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছেন। এটাও সে রকম বৈঠক, একটি দলের সিনিয়র নেতার সঙ্গে বৈঠক। সেখানে দ্বিপক্ষীয় নানান কথা হয়েছে।
হামিদুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পেলে আমরা প্রতিক্রিয়া জানাব। এখন মন্তব্য করার কিছু নেই।’