সবাইকে সাথে নিয়ে ক্যাম্পাসে আমাদের কার্যক্রম চালাবো: জবি ছাত্রশিবির সভাপতি

জবি প্রতিনিধি
জবি ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন বলেছেন, আমরা একটা অধিকারভিত্তিক সুষ্ঠুধারার রাজনীতি গড়তে চাই যেখানে সকলকে সাথে নিয়েই ক্যাম্পাসে আমাদের কার্যক্রম চালাবো।

রবিবার গণমাধ্যমের সাথে এক ফোনালাপে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা অতীতে দেখেছি ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অধিকার কিভাবে খর্ব করা হয়েছে। আমরা চাইনা এমন কোনো রাজনৈতিক কালচার বিশ্ববিদ্যালয়ে চালু হোক যাতে সাধারণ শিক্ষার্থীরা ভয়ে থাকে। আমাদের রাজনীতি কোনো লেজুড়বৃত্তিক না। আমাদের কমিটির জন্য ঊর্ধ্বতন কারো সাথে লবিং করতে হয়না। বিশেষ করে অন্য দলে যেমন হয়- সিনিয়ররা যাদের পদায়ন করে তারাই পদে আসে৷ আমাদের রাজনৈতিক কর্মসূচিতে যারা জনশক্তি থাকে তাদের ভোটে এবং তারা যাকে সবচেয়ে উপযুক্ত মনে করে তারাই নেতৃত্বে আসে। সবচেয়ে যোগ্যতম ব্যক্তিটাই দায়িত্বপ্রাপ্ত হয়৷

তিনি আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার্থীবান্ধব হয়। তাদের প্রাধান্যকে সামনে রেখে এবং সকল শিক্ষার্থীর চাওয়া ও আকাঙ্খাকে সামনে রেখেই আমাদের রাজনৈতিক কর্মকান্ড করতে চাই। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার বিষয়ে তাদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো। প্রত্যেক শিক্ষার্থী যেন ক্যাম্পাসে তার মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, কেউ যেন বিপরীত মতাদর্শের শিক্ষার্থীদের উপর জুলুম না করতে পারে, আমরা সে বিষয়ে কাজ করে যাবো।

এর আগে ‘মনগড়া সংবাদ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহের অপব্যাখ্যা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করায়’ দৈনিক সংবাদে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জবি ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সংবলিত এক বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে আসে জবি ছাত্রশিবির।