র্যাবের ইতিবাচক ভূমিকা তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে দেওয়া চিঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, মানবপাচার বিরোধী কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরা হয়েছে।
‘র্যাব অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। দু’একটা বাজে কাজের সাথে জড়িত থাকার অভিযোগ আসলেও সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে’, চিঠিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে টেলিফোনে কথা হয়েছে। আলাপটি বেশ ইতিবাচক হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগে নিখোঁজ প্রসঙ্গ রয়েছে উল্লেখ করে ড. মোমেন বলেন, তাদের অভিযোগে বলা হয়েছে গত ১০ বছরে বাংলাদেশে প্রায় ৬০০ লোক নিখোঁজ হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রে প্রতিবছর লাখ লাখ মানুষ নিখোঁজ হয়। পুলিশের হাতেই মারা যায় শতাধিক মানুষ। সুতরাং বাংলাদেশের বিষয়ে এমন অভিযোগ আনাটা হাস্যকর।
পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের কথাও তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে দেয়া সেই চিঠির জবাবের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনও কোনো জবাব আসেনি।
গত ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।