রোহিঙ্গা যুবকদের হাতেও বিদেশী পিস্তল অস্ত্রসহ আটক ৩

জাফর আলম, কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ।মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে উখিয়ার ক্যাম্প-৯ থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর আব্দুর রহমানের ছেলে মো.আজিজ (২২) একই ক্যাম্পের মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও বক্তার আহম্মদের ছেলে মো. এনাম (১৯),ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন বলছে, ক্যাম্পে গত কয়েকদিন ধরে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, অভিযানে এর আগেও ক্যাম্প থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে উখিয়ার ক্যাম্প-৯ এর এইচ/৫ ব্লকস্থ লার্নিং সেন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।তিনি আরও জানান, আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এর আগে ১১ নভেম্বর সোমবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮-তে বিশেষ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী সৈয়দুল আমিনকে গ্রেফতার করে ৮ এপিবিএন। এ সময়ও ২টি হ্যান্ড গ্রেনেড, ১টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়।