রাসুল (সা.) এর স্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলেন ডা. জাফরুল্লাহ

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর সম্মানিত স্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। একটি অনলাইন টকশো’তে অংশ নিয়ে তিনি ইসলামী বক্তা আব্বাসীর কাছে কুরুচিপূর্ণ এ প্রশ্ন করেন।

সেখানে তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) এর স্ত্রীগণকে বিয়ে করা যাবে না কেন?

এর উত্তরে আব্বাসী জানান, ‘আল্লাহ কোরআনে বলেছেন নবীর স্ত্রীগণ তোমাদের মা!’ মাকে বিবাহ করা হারাম।

এরপর জাফরুল্লাহ বলেন, ‘এমনকি হতে পারে না উনি চান নাই উনার স্ত্রীগণকে কেউ বিয়ে করুক তাই সেইভাবে আল্লাহর নিকট থেকে আয়াত নাজিল করিয়েছেন!’

এমন প্রশ্নের জবাবে আব্বাসী বলেন, ‘‘আপনার সম্ভবত পুরো কোরআনের উপর বিশ্বাস নেই। কিছু আয়াতে বিশ্বাস আছে কিছু আয়াতে নেই। আপনার তওবা পড়া উচিত এবং আমি আপনার হেদায়েত কামনা করছি।

রাসুলুল্লাহ (সা.) যদি নিজের ইচ্ছামত আয়াত চেয়ে নিয়ে আসতেন তবে গোটা কোরআনে নিজের মায়ের কথা একবারও আনলেন না কেন! নিজের প্রিয় মাকে নিয়ে একটা আয়াত অন্তত আনতেন। কোন স্ত্রীগণের নামে কোন আয়াত সুরা নেই। দুঃসময়ে পাশে থাকা প্রিয় স্ত্রী বিবি খাদিজাকে নিয়ে অন্তত একটা সুরা আনতেন।

অন্যদিকে কোরআনে আছে অন্য নবীর মা মরিয়মের নামে সুরা। কেন? কারণ আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই কোরআন নাজিল হয়েছে।’’