মুসলিম ছাত্রীই পুরোহিত, সাম্প্রদায়িক সম্প্রীতির নজির

অনলাইন ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে রাজনৈতিক নেতারা গলা ফাটান। কিন্তু, বারাসাতের একটি মেয়েদের স্কুল প্রকৃতভাবে দেখালো সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক কি ভাবে হতে পারে। বারাসাতের কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করল ক্লাস নাইনের ছাত্রী সামিহা হক। তার সহযোগী ছিল এই স্কুলেরই ছাত্রী খ্রিষ্টান মেয়ে সারা বিশ্বাস। স্কুলের ছাত্রী হিন্দু ও আদিবাসী মেয়েরাও পুজোর কাজে অংশ নেয়। ১৮৪৭ সালে কালীকৃষ্ণ মিত্র প্রথম মেয়েদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে এই স্কুল প্রতিষ্ঠা করেন। আবার এই স্কুল ইতিহাস প্রতিষ্ঠা করল। স্কুলটির প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত বলেন, তারা ছাত্রীদের মধ্যে ধর্মভেদের বিষয়টি কোনো দিনও রাখেন নি।

ছাত্রীদের একটিই ধর্ম -তারা পড়ুয়া। তাই মুসলিম মেয়ে পুজো করল কি খ্রিষ্টান মেয়ে জোগাড় দিল -এই সব বিষয় তারা মাথায় আনেন না, ভাবেনও না। ছাত্রীরাও এই আদর্শে গড়ে উঠছে। তারাও খোলা হাওয়ায় বিশ্বাসী। বারাসাতের অখ্যাত এই স্কুলটি কি প্রথা ভাঙার খেলায় পতাকা বাহক হতে পারে না?