মীরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম: ‘ইয়াবা ফারুক গ্রেফতার হলো, মায়ানী মুক্ত হলো’ এই স্লোগানে মুখরিত হলো চট্টগ্রামের মীরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট আবু তোরাব বাজার।
১৩ নং ইউনিয়ন মায়ানী ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ফারুক (৩০) চাঁদাবাজি মামলায় ২৩ মার্চ বিকেল ৫টার দিকে গ্রেফতার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, জবরদখল, ইয়াবা, ফেন্সিডিল ব্যবসা, মারামারিসহ বেশ কিছু অভিযোগ থাকলেও ভুক্তভোগীরা মামলা করতে সাহস পায়নি। তবে আজ ফারুকের গ্রেফতারে ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের ভুক্তভোগীরা আনন্দ মিছিল করে এবং মিছিল শেষে ফারুকের কুশপুত্তলিকা দাহ করে।
ভুক্তভোগী দলের বিভিন্ন সিনিয়র নেতা কর্মী এবং ভুক্তভোগীরা জানান, একচ্ছত্র আধিপত্য কায়েম করার জন্য ফারুক নিজ দলীয় অনেক নেতাকর্মীকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার জন্য পেইড সন্ত্রাসী বাহিনী গঠন করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ফারুকের বিরুদ্ধে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।