প্রিজেলা প্রতিনিধি ভোলা: ভোলার আলোচিত কুখ্যাত ডাকাত ও ১৩টি মামলার আসামি আলতাফ হোসেন ওরফে আলতু মাতব্বরকে আটক করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে ভোলাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি ভোলা থেকে তাকে আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি এ তথ্য নিশ্চিত করেন।
আটক আলতু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্য বাপ্তা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত আকরাম আলী ওরফে কালাই মাতব্বর এর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা জেলার কুখ্যাত জলদস্যু ও সন্ত্রাস আলতাফ হোসেন মাতব্বর ওরফে আলতু ডাকাতকে মঙ্গলবার ভোরে ভোলাগামী লঞ্চ এমভি ভোলা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
এরমধ্যে ভোলা সদর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও গুরুতর জখমসহ ৬টি, লক্ষীপুর সদর থানায় হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ ৩টি, লক্ষীপুরের রায়পুর থানায় চাঁদাবাজি ও গুরুতর জখম ২টি এবং বরিশালের হিজলা থানায় গুরুতর জখমসহ দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে।
আলতু বাহিনীর সন্ত্রাসী হামলায় দীর্ঘ প্রায় ১০ বছর যাবত ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ভোলার চরের অসংখ্য পরিবার। সন্ত্রাসী এমন কর্মকাণ্ডে মধ্যযুগীও বর্বরতাকেও হার মানিয়েছে। কোটি টাকার অধিক মূল্যের গবাদি পশু লুটপাটের পরও আন্তঃজেলার ডাকাত চক্রটি শতশত একর জমির পাকা ধান কেটে নিয়ে অসংখ্য নিরীহ পরিবারকে উৎখাত করার চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করেছে। অসহায় চরের বাসিন্দাদের চাঁদা না দেওয়ায় মারধর, গুরুতর জখম, নির্যাতন ও হুমকিসহ নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
এসকল জঘন্যতম অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে থেকে বহুদিন যাবত আলতু বাহিনী দেশের বিভিন্ন জায়গায় পলাতক থেকে তাদের সন্ত্রাসীমূলক কার্যক্রম চলমান রেখেছিল।প্রিয়দশ/নূর
দ্দপ্রিয়দেশ/নূরউদ্দিন/এম জি