ভোলার ইলিশা-মজু চৌধুরীর হাট নৌরুটে যান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষীপুর নৌ পথের ইলিশা-মজু চৌধুরীর হাট রুটের সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত থাকায় আজ সকাল থেকে এ রুটের চারটি সিট্রাক ও দুটি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য রুটের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকায় ইলিশা মজু চৌধুরীর হাট নৌ রুটের যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় চালু করা হবে।

এদিকে জেলায় গতকাল রাত থেকে টানা বর্ষণ চলছে। সকাল থেকে জেলার সর্বত্র বৈরী আবহাওয়া বিরাজ করছে। অতিরিক্ত পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ মনির হোসেন বলেন, জেলায় গত রাত ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় ৬১ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ এবং আগামীকাল মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি।