যারা বেশি দামে পণ্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
মূল্য কোনটা হওয়া উচিত, সে বিষয়ে সরকার অত্যন্ত পিজিটিভলি কনসিডার করছে মন্তব্য করে টিপু মুনশি বলেন, যারা বেশি দামে পণ্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব।
এ ছাড়া নিত্যপ্যণের দাম নিয়ন্ত্রণে আনতে সোমবার এসআরও ঘোষণা করবে সরকার।
মজুতদারি করতে দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, যেখানে এ (অবৈধ মজুত) প্রচেষ্টা করা হবে, সেখানেই আমরা হস্তক্ষেপ করব।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি মানুষকে ছয়টি পণ্য দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে চারটি পণ্য গ্রামাঞ্চলেও পাঠাব।
এ ছাড়া রোজা উপলক্ষে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করার পাশাপাশি দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশ পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, কয়েক দিন ধরে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভে যখন ফুঁসছে ভোক্তারা। তখনি আবার দাম বাড়ার ফাঁদে পড়েছে ২৪ নিত্যপণ্য। রোজা আগমনের সঙ্গে নিত্যপণ্যের মূল্য আরেক দফা বাড়ায় ভোক্তাদের মধ্য ক্ষোভের পারদ যেন ঊর্ধ্বমুখী। দাম বাড়ার এ তথ্য প্রকাশ করেছে খোদ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।