হেলাল উদ্দিন: কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন বঙ্গোপসাগর থেকে বড়শি দিয়ে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরেছে মোহাম্মদ নুর ইসলাম প্রকাশ মইন্না নামের এক ব্যক্তি।
মঙ্গলবার ১৯ ডিসেম্বর দুপুরে বড়শি দিয়ে মাছটি ধরা হয়।
মোহাম্মদ নুর ইসলাম প্রকাশ মইন্নার বাড়ি একই ইউনিয়নের মাঝের পাড়া এলাকায়।
নুর ইসলাম বলেন, পশ্চিম পাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে মঙ্গলবার দুপুরে বড়শি ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর বড়শি টান দিলেই বড়শিটি খুবই ভারী মনে হলে কৌশলে টেনে আনার একপর্যায়ে দেখতে পায় বড় একটি কোরাল মাছ। মাছটি মোহাম্মদ নাছির নামের এক মাছ ব্যবসায়ী ১৮ হাজার টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ মনির বলেন, ১৫কেজি ওজনের কোরাল মাছটি ভালো দামের আশায় ১৮ হাজার টাকায় কিনেছি। কিছু লাভ পেলে বিক্রি করে দিব।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের কোরাল মাছ সাধারণত ২৫-৩০কেজি ওজনের হয়ে থাকে। এই মাছ খেতে খুবই সুস্বাদু। অনেক সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। প্রজনন মৌসুমে সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এমন বড় কোরাল পাওয়া যায়।