ফ্যাশন মানুষের একটি সহজাত প্রবৃত্তি। পুরুষ এবং নারী সবাই তাদের আকর্ষণীয় ব্যতিক্রমধর্মী, নিজস্ব ধরনে, ব্যক্তি স্বাতন্ত্রে এবং ভিন্নভাবে দর্শনীয় হিসেবে সাজাতে পছন্দ করে।পোশাকের চিরস্থায়ী আকাংখা ডিজাইন এর সৃষ্টি করেছে যা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর পছন্দের পোশাক সমাজের গ্রহণযোগ্যতা,ব্যক্তির জনপ্রিয়তা প্রভাবিত করে এবং ইহা পরিহিত ব্যক্তির উচ্চ ধারণা প্রতিফলিত করে,যা বিশেষভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে।পোশাকে পছন্দ ফ্যাশন দ্বারা নির্ধারিত হয় যা পরিবর্তনের উপর নির্ভরশীল।
লং বা শর্ট ড্রেস তো অনেক হল, এবার পার্টিতে একটু ব্যাকলেস হয়ে যাক? বেশ সাহসী লাগবে কিন্তু! চোখ ফেরানোই মুশকিল হয়ে যাবে।
ব্যাকলেস ম্যাক্সি ড্রেসেও রয়েছে নানা কাট আর স্টাইল। ফ্লোরেল ব্যাকলেস ড্রেস, লেস ম্যাক্সি ড্রেস, লং স্লিভ লেস আপ ম্যাক্সি ড্রেস— বেছে নিন আপনার মনের মতো। মেটিরিয়ালেরও নানা অপশন রয়েছে— ভিস্কস, জর্জেট, শিফন, সিল্ক, লেস, সুতি। শুধু কেনার সময় খেয়াল রাখুন কোন অনুষ্ঠানে আপনি পরবেন। যেমন ককটেল পার্টির জন্য ব্ল্যাক সিকুইন্সের কাজ বেশি মানাবে। মেরুন বা রানির লেস ড্রেসও মন্দ লাগবে না। আবার দুপুর বা বিকেলের কিটি পার্টিতে পরুন ফ্লোরাল ড্রেস। মেটিরিয়াল হিসেবে বাছুন সুতি বা জর্জেট।
ম্যাক্সি ড্রেস কেনার সময় তার ফিটিংসের দিকে বেশি নজর দিন। খুব ঢিলে বা টাইট হলে কিন্তু মুশকিল। পিঠ ঠিকঠাক বসবে না। তাই কেনার সময় ভালো করে ট্রায়াল দিন। অর্ন্তবাস বাছার সময়তেও সতর্ক থাকুন। ভাল কোম্পানির ব্যাকলেস বা স্টিক অন ব্রা বাছুন। ড্রেস সি থ্রু হলে স্কিন কালার সবচেয়ে ভাল অপশন।
ব্যাকলেস ড্রেস পরলেই হল না, তা সঠিক ভাবে ক্যারিও করতে হবে। বেশি ঝুঁকে বা বেঁকে দাঁড়ালে চলবে না। সোজা হয়ে বসুন। কাঁধও সোজা রাখতে হবে।
বেশি গয়না কিন্তু নষ্ট করে দেবে আপনার কুল অ্যান্ড ক্যাজুয়াল লুক। তারচেয়ে বরং কানে থাক স্টাড বা ড্যাঙ্গেল ইয়াররিং। চুল খোলা রাখার থেকে হাফ বান করলে বেশি মানাবে।
পিঠ মেদবহুল থাকলে ব্যাকলেস না পরাই ভাল। আর দু’-তিন মাস পরের অনুষ্ঠানে ব্যাকলেস ড্রেস পরার ইচ্ছে থাকলে আজ থেকেই শুরু করে দিন এক্সারসাইজ।
মুখের পাশাপাশি পিঠেও হালকা মেকআপ করুন। ফাউন্ডেশন আর কনসিলার লাগান। শিরদাঁড়ার ওপর দিয়ে শিমার পাউডার লাগিয়ে নিলে বেশ একটা গ্লো আসবে।