করোনাভাইরাস এ গত ২৪ ঘণ্টায় দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছেন ১৯ জন এবং শনাক্ত হয়েছেন ১১৬২ জন।
এর ফলে দেশে এখন করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ২৬৯ এবং মোট শনাক্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে কথা বলেন।
এসময় তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ৭৯০০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৪৪ হাজার ৫৩৮টি।
করোনাভাইরাসে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন দুই লাখ ৯৩ হাজারের বেশি মানুষ।