ডেঙ্গু আক্রান্ত আরও ২০১ রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২০১ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৪০ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৬১ জন।

বাসস জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৮৪৪ জন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন।