জাপানি সেই দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া শিশুদের মা নাকানো এরিকো বছরে ৩ বার জাপান থেকে এসে ১০ দিন করে শিশুদের সাথে থাকতে পারবেন।
রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
তিন মাসের বেশি সময় ধরে হাই কোর্টে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। শিশুদের মা নাকানো এরিকোর পক্ষে আইনি লড়াই করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে শিশুদের বাবা ইমরান শরীফের পক্ষে আইনি লড়াই করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। উভয়পক্ষে তারা বিভিন্ন আইনি যুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন মামলার রেফারেন্স আদালতে উপস্থাপন করেছেন।
উল্লেখ্য, দুই দেশের দুজন নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতে এটাই প্রথম রায়।