দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতায় অপসারণকে অসাংবিধানিক দাবি করে চাকরি ফিরে পেতে বরখাস্ত হওয়া উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চৌধুরী কমিশনে আবেদন করেছেন।
চাকরি হারানোর ১১ দিন পর রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি দুদকে লিখিত আবেদন করেন।
শরীফ উদ্দিন বলেন, কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমাকে গত ১৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়। এটি সংবিধানের ১৩৫ (২) অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারের লঙ্ঘন।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় নানা তদন্ত চালিয়ে আলোচিত হন শরীফ। তাকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। পরে ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। আমি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত।
উল্লেখ্য, শরীফ উদ্দিনকে অপসারণের নির্দেশ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন, উপ-সহকারী পরিচালক, দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। প্রজ্ঞাপনে অপসারণের কোনো কারণ উল্লেখ করা হয়নি।