কেশবপুরে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৬রমজানে) কেশবপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, ওলামা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম প্রমুখসহ আরো অনেকে।
উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাস্টার তবিবুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, প্রচার সম্পাদক ওয়াজেদ খান ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা ।