দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক-সংলগ্ন রাস্তায় শিক্ষার্থী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়েছে কিন্তু এরপরও কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে তা দ্রুত বের করার আহ্বান জানাই।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, সম্প্রতি সাম্প্রদায়িক হামলা উদ্দেশ্যপ্রণোদিত। জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপশক্তিরা এই ঘটনা ঘটিয়েছে।
কবি কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে কোনো ধর্মের ভিত্তিতে নয়। সব স্তরের মানুষের অংশগ্রহণের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়। অন্যায়-অত্যাচার যেখানে থাকবে সেখানে আমরা সবাই প্রতিহত করব।’
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ বলেন, বাংলাদেশে এ রকম ঘটনা নতুন না। কিছু গোষ্ঠী সংঘবদ্ধভাবে এ ঘটনাগুলো ঘটায়। উগ্রতা কোনো ধর্ম হতে পারে না।