আফগানিস্তানে জঙ্গি সন্দেহে বাংলাদেশি আটক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে আচমকা হামলা চালিয়েছে সরকারি বাহিনী। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৫ বেসামরিকের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, মুসা কালা জেলার খাকসার এলাকায় রোববার রাতে পরিচালিত এ অভিযানের ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

অভিযানের পর ঘটনাস্থল থেকে ১৪ তালিবান সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচ পাকিস্তানি ও এক বাংলাদেশি রয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করার লক্ষে সক্রিয় একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে’ ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের সরবরাহ ও সরঞ্জামের বিশাল গুদাম ধ্বংস করা হয়।

স্থানীয় প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেছেন, রবিবার রাতে প্রদেশটির মুসা কালা জেলার খাকসর এলাকায় সরকারি বাহিনীর চালানো হামলায় এখন পর্যন্ত ৩৫ বেসামরিক নিহত ও আরও প্রায় ১৩ জন আহত হন। এতে হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হামলায় মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।