অষ্টম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, অষ্টম ধাপে আটটি ইউনিয়ন পরিষদে আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে অষ্টম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে।

ইউপি নির্বাচনের আট ধাপের মধ্যে চার ধাপ সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপ ৫ জানুয়ারি, ষষ্ঠ ধাপ ৩১ জানুয়ারি, সপ্তম ধাপ ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপের নির্বাচন ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে ২৯ ডিসেম্বর এক তফসিলে ৭ ফেব্রুয়ারি ১৩৮ ইউপিতে ভোট কারার ঘোষণা দিয়ে এটিকে শেষ ধাপের নির্বাচন বলছিল কমিশন। কিন্তু মঙ্গলবার সর্বশেষ ঘোষিত তফসিল অনুসারে, অষ্টম ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জানুয়ারি। আর ২৪ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

এ ধাপে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে আপিল করার শেষ তারিখ ২০ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ২৪ জানুয়ারির মধ্যে। ২৫ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ধাপে ৬টি ইউপিতে ইভিএমে ভোট হবে।

আট ইউনিয়নের মধ্যে রয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়ন, সুবর্ণচর উপজেলার চর জব্বর ও চর জুবলি ইউনিয়ন, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন।

দেশে মোট ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ আছে। গত জুন থেকে পর্যায়ক্রমে এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। সব মিলে ৭ ধাপে প্রায় ৪ হাজার ১০০ ইউনিয়নে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বাকি ইউনিয়নগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না।