ঢাকায় মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে পবিত্র রমজানে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডভেল কমিউনিকেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ইফতার আয়োজন।
শনিবার (৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্টুরেন্টে এ ইফতার আয়োজন করা হয়।
ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)’র প্রধান সমন্বয়ক সজিব খান বলেন, শত ব্যস্ততার মাঝেও যারা সময় করে ওয়াইজেসিকে ভালোবেসে অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করায় বিজ্ঞাপনী সংস্থা অ্যাডভেল কমিউনিকেশন (AddVel Communication) এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা।
অ্যাডভেল কমিউনিকেশন এর পক্ষ থেকে বলা হয়, তরুণরাই যেকোন পেশার অন্যতম প্রধান চালিকাশক্তি। এত তরুণ সাংবাদিককে একসাথে পাওয়া, তাদের সাথে মতবিনিময় করতে পারা দারুণ সুযোগ। দেশের মূলধারার সংবাদকর্মীদের দ্বারা পরিচালিত বিজ্ঞাপনী সংস্থা অ্যাডভেল যেকোন সময় তরুণ সাংবাদিকদের পাশে থাকবে। পেশাগত দিক থেকে তরুণ সাংবাদিকরাও অ্যাডভেল কমিউনিকেশনের সাথে থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
ইফতার আয়োজনে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি)’র প্রধান সমন্বয়ক সজিব খান (আরটিভি), আহসান কামরুল (চ্যানেল আই), নাজমুল ইসলাম (বিজনেস বাংলাদেশ), কামাল হোসেন (ভোরের ডাক), এস এম নুরুন নবী (আমাদের সময়), মুসা মল্লিক (ঢাকা পোস্ট), আবু রায়হান অর্নব (রাজধানী টিভি), আব্দুর রহমান সজিব (ডেইলি ম্যাসেঞ্জার), জিয়াউর রহমান (তদন্ত চিত্র), হাসান সিকদার (ডেইলি মেসেঞ্জার), আমজাদ হোসেন (দেশের ডাক), জিহাদুর ইসলাম (নাগরিক টিভি), মো. সম্রাট (চ্যানেল ২৪), জুবায়ের আহমেদ (দেশ টিভি), কবির হোসেন (দেশ টিভি), শাহাদাত নিশাদ (দেশ টিভি), শাহেদুজ্জামান সাকিব (দেশ টিভি), ইব্রাহিম জাহিদ (বাংলাদেশ জার্নাল), আশরাফ তানভীর (মানবকণ্ঠ), নয়ন কুমার বর্মন (মানবকণ্ঠ), রফিকুল ইসলাম (প্রিয়দেশ নিউজ), জহিরুল ইসলাম (প্রিয়দেশ নিউজ)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।