জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবার সার্ভার বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এতে বিপাকে পড়েছেন লাখ লাখ মানুষ। বিপাকে পড়া মানুষের প্রশ্ন ছিল, কী কারণে বন্ধ ছিল এনআইডি সেবার মতো গুরুত্বপূর্ণ সার্ভার? সাংবাদিকদের প্রশ্নে এর জবাব দিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় একটি কারিগরি দল এনআইডি সার্ভারে কাজ করেছে। এজন্য কয়েক ঘণ্টার জন্য সার্ভার বন্ধ ছিল।
তবে এনআইডি সার্ভার বন্ধ থাকলে কেন আগেভাগেই ঘোষণা দেওয়া হলো না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অবশ্য ইতোমধ্যেই এনআইডি সার্ভার পুনরায় চালু করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত