রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনেও সড়কে নেমে বিক্ষোভ করছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। নটরডেম কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন। রাজধানীর তেজগাঁও ও উত্তরায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন বলে খবর পাওয়া গেছে।
এ সময় শিক্ষার্থীদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সড়কে বেপোরোয়াভাবে গাড়ি চালোনোর কারণে প্রতিদিন আমাদের কোনো না কোনো শিক্ষার্থী মারা যাচ্ছেন। সুষ্ঠু বিচার না হওয়ায় সড়ক দুর্ঘটনা বন্ধ হচ্ছে না।
নিরাপদ সড়কের পাশাপাশি প্রতিটি ড্রাইভার হেলপারের ডোপ টেস্টের মাধ্যমে লাইসেন্স দেওয়ার দাবি জানান তারা।
এদিন বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তারা নটরডেম কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের (গাড়ি চাপায় নিহত) পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
ওই ঘটনায় বিচারের দাবিতে গুলিস্তানের সড়কে অবস্থান নেন কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও।
রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
এদিকে এ ঘটনায় সড়ক পরিবহনে আইনে নিহতের বাবা শাহ আলম ডিএসসিসির গাড়িচালক রাসেল খানের (২৭) বিরুদ্ধে মামলাটি করেন। বুধবার রাতে (২৪ নভেম্বর) রাসেল খান পল্টন মডেল থানায় গ্রেফতার রয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাতে নিহতের বাবা শাহ আলাম সড়ক পরিবহনে আইনে ডিএসসিসির ময়লার গাড়ি চালক রাসেল খানের বিরুদ্ধে মামলা করেন। এই মামায় রাসেল ইতোমধ্যে গ্রেফতার রয়েছেন। তাকে আজ আমরা আদালতে পাঠাব। আদালতে রাসেলের সাত দিনের রিমান্ড আবেদন করব।
তিনি আরও বলেন, পল্টন মডেল থানায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ।