তুরস্কে একজনকে জীবিত উদ্ধার করল বাংলাদেশি উদ্ধারকারীরা

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা ১৭ বছরের এক বালিকাকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল এসব তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে এবং ৯ ফেব্রুয়ারি রাত পৌনে দশটায় আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।