অসভ্য রাজনীতিকে ‌না বলুন, আমি আগেই না বলেছি: সাহাবুদ্দিন লাল্টু

বাংলাদেশের প্রচলিত রাজনীতিকে ‘অসভ্য’ আখ্যা দিয়ে সেটিকে বর্জনের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবুদ্দিন লাল্টু। তিনি বলেন, “আমি অনেক আগেই এই রাজনীতিকে না বলে দিয়েছি।”

শুক্রবার (১৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক মন্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি নেত্রী নিলুফার মনির চেয়েও সাংবাদিক মাসুদ কামালের মধ্যে ‘বেশি বিএনপি-প্রীতি’ রয়েছে—এমন অভিমত দিয়ে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “কোন এক সাংবাদিক যখন নিলুফার মনির চেয়ে বড় বিএনপি প্রেমিক!”

একজন অনুসারীর মন্তব্যের জবাবে সাহাবুদ্দিন লাল্টু লেখেন, আমি রাজনীতি করি না বলে কি পঁচে গেছি? স্বর্ণ পানিতে ডুবে গেলে কি সিলভার হয়ে যায়?

তিনি আরও বলেন, এমপি/মন্ত্রী হওয়া সহজ, লাল্টু হওয়া কঠিন। অসভ্য এ রাজনীতিকে ‌‘না’ বলুন। আমি অনেক আগেই ‌‘না’ বলে দিয়েছি।

ফেসবুক পোস্টে সংযুক্ত একটি টকশোর ভিডিও ক্লিপে দেখা যায়, উপস্থাপক প্রশ্ন করেন: ‌‘তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে কী মাত্রা যোগ করবে?’ জবাব দেওয়ার কথা বিএনপি নেত্রীর হলেও সাংবাদিক মাসুদ কামাল আগ বাড়িয়ে বিএনপির পক্ষ নিয়ে মন্তব্য করেন। এই অংশটিই আলোচনার জন্ম দেয়।

এখনই নয়, এর আগেও মাসুদ কামালের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন লাল্টু। সেসময় তিনি বলেছিলেন, ‘মাসুদ কামাল জানেন, বিএনপি যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, তত দ্রুত আওয়ামী লীগ আবার ফিরবে। তাই উনি এমন পরামর্শ দেন, যেন বিএনপি দ্রুত ক্ষমতায় আসে।’

লাল্টুর ভাষ্য, “মাসুদ কামালের যুক্তিগুলো এমন, যাতে বিএনপি দ্রুত ক্ষমতায় আসে। উনি বিএনপিকে ভালোবাসেন, কিন্তু তা ক্ষমতায় দেখতে চান বলেই নয়। বরং উনি জানেন, তাতে আওয়ামী লীগই দ্রুত ফিরে আসবে।”

সাহাবুদ্দিন লাল্টু একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। কানাডা প্রবাসী সাবেক এই ছাত্রনেতা বর্তমানে সক্রিয় রাজনীতিতে নেই বলে জানালেও দলের দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়ে নানা মন্তব্য করে পরামর্শ দিয়ে থাকেন।