নোয়াখালী পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় বিদ্যুতের খুঁটি পড়ে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তানভীর হাসান ওরফে সবুজ (৩০)। তিনি এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়।
স্থানীয়রা জানান, তানভীর একটি বেসরকারি কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের মাঠপর্যায়ের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিদিনের মতো বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি নোয়াখালী শহরের সোনাপুর এলাকার বাসা থেকে অফিসে আসছিলেন।
সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় বিদ্যুৎ বিভাগের ঠিকাদারদের লোকজন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছিলেন। সে সময় একটি খুঁটি তানভীরের মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিসান আহমেদ বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটিটি পথচারী তানভীর হাসানের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রিয়াজ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায় নিয়ে যাওয়া হবে।