রিয়াজ উদ্দিন
পতেঙ্গা বীচের ওয়াকওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় শিশু মাইমুনা (৫) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক পালানোর সময় দ্রুত গতিতে বীচের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা বিচে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আসমা আক্তার (৩৫) ও তার মেয়ে মাইমুনা (৫) সহ পরিবারের ৫/৬ জন পতেঙ্গা সী বিচে ঘুরতে আসে। এসময় একটি বাইক বেপরোয়া গতিতে এসে পতেঙ্গা সী বীচের ওয়াক ওয়েতে ইসমাইলের দোকানের সামনে শিশু মাইমুনাকে ধাক্কা দিলে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসময় মোটরসাইকেল চালক মনজুরুল আলম সিফাত (২১) তার আরওয়ানফাইভ (চট্ট মেট্টো ল- ১৭-৭৫০৯) নিয়ে দ্রুত গতিতে পালানোর সময় ঘটনাস্থল থেকে প্রায় ২ কিমি দূরে পতেঙ্গা চরপাড়া ঘাটের ৫০০ গজ পশ্চিম পাশে বীচের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
পুলিশ জানায়, নিহতের মৃতদেহ চমেক হাসপাতালে প্রেরণ এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত