রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে বন্যার কারণে বিভিন্ন সড়ক পানিতে ডুবে যাওয়ার কারণে গাড়ি চলাচল কমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা এবং চলাচলকারীরা। এর ফলে ২৪ থেকে ২৬ আগস্ট ৩ দিন লক্ষ্মীপুর জেলাবাসী সংবাদপত্র পড়া থেকে বঞ্চিত হয়েছে। ফলে পাঠকরা প্রিন্ট পত্রিকা পায়নি।
লক্ষ্মীপুর পত্রিকা এজেন্ট রহমানিকা প্রেসের পরিচালক রাকিব হোসেন জানান, গত শনিবার থেকে মঙ্গলবার ৩ দিন পত্রিকা গাড়ি না আসার কারণে পাঠক পত্রিকা পায়নি। অনেকে পত্রিকা ক্রয়ের জন্য ফোন করছে। কিন্তু সড়কে পানি উঠার কারণে পত্রিকা বহনকারী মাইক্রো বাসের চালকরা আসতে রাজি হচ্ছে না। জ্বালানি তেলের দাম ও গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তারপরও ২৭ আগস্ট (মঙ্গলবার) থেকে বিকল্পভাবে পত্রিকার আনার চেষ্টা করা হচ্ছে।
হকার সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, পত্রিকা হকাররা পত্রিকা বিক্রি করে কোন রকমে দিন পার করে। ৩ দিন পত্রিকা না আসার কারণে সবার আয় বন্ধ হয়ে গেছে। অনেকে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত