গণঅধিকার পরিষদের তালাবদ্ধ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে দৈনিক কালবেলার লিড মোজো আকরাম হোসেন ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টার তানভীর হোসেন সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
উপস্থিত গণমাধ্যম কর্মিরা জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।
সেসময় ভিডিও ধারণ করতে থাকা সাংবাদিকদের উপর পুলিশ চড়াও হয় এবং এক পর্যায়ে সাংবাদিকদের উপর লাঠিচার্জ করে। এসময় অনেক সাংবাদিক আহত হোন। কয়েকজনের মোবাইলও ছিনিয়ে নেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে গণঅধিকার পরিষদের একাধিক নেতাকর্মী জানান, পুলিশের লাঠিচার্জেই নুরুল হক নুর সহ সাংবাদিকরা আহত হয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া মুঠোফোনে জানান, সাংবাদিকদের সাথে যা ঘটেছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা । বিষটি দু:খজনক।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত