

নোয়াখালীর হাতিয়াতে একটি বসত বাড়ির পুকুরে কুমির দেখার গুজব ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমজাদ মজিদ মিয়ার বাড়ির গৃহবধূ নাহিদা আক্তার পান্না পুকুরে কুমির সাদৃশ্য একটি বস্তু ভাসতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষ ওই পুকুরে ভিড় জমায়। ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করে প্রাণীটিকে কুমির হিসেবে দাবি করা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বন বিভাগের কর্মকর্তারা পুকুরে অভিযান চালিয়ে কোনো কুমিরের সন্ধান পাননি। পুকুরের মালিক মো. মাসুদুল ইসলাম শরীফ জানান, ‘গত রোববার বিকেলে আমাদের গ্রামের বেলালের লাড়কির ঘরে প্রথম কুমির দেখার কথা শোনা যায়। পরিবার প্রাণীটি হত্যা করার চেষ্টা করে।’
হাতিয়া বন বিভাগের বিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘প্রাণীটির একটি স্থিরচিত্র দেখে ধারণা করছি এটি রামগুই বা গুইসাপ হতে পারে। এত বড় রামগুই সচরাচর দেখা যায় না।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘পুকুরে জাল ফেলে কোনো কুমির পাওয়া যায়নি। ছবিটি দেখে মনে হচ্ছে এটি রামগুই।’
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা কর্তৃপক্ষের থেকে স্পষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছেন।