ফকিরখালী উন্নয়ন সোসাইটির আত্মপ্রকাশ ও কমিটি গঠন

রাজধানীর বাড্ডার বেরাইদে ‘ফকিরখালী উন্নয়ন সোসাইটি’র কমিটি গঠন করা হয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমিরকে সোসাইটির প্রধান উপদেষ্টা এবং চাচা মোহাম্মদ সামির হোসেনকে সভাপতি ও মো. আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফকিরখালী পাকার মাথায় সোসাইটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ও বিভিন্ন প্লটের মালিকরা উপস্থিত ছিলেন।

এসময় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে ফকিরখালীর উন্নয়নে কাজ করবেন বলে উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন। ফকিরখালীর আবাসন, শিক্ষা, সৌন্দর্য বর্ধন ও মানবিক উন্নয়নসহ সংস্কার কাজে কমিটি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করে যাবে বলে সভায় উল্লেখ করা হয়। ফকিরখালীর উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে তথ্য উপদেষ্টার বাবা এলাকাবাসীকে আশ্বাস দেন।

পূর্ণাঙ্গ কমিটিতে আ: হক পাটোয়ারী, আক্কাস আলী, আকরাম হোসেন একরাল, সাইজ উদ্দিন, শরিফ আল আমিন, মেরাজ কে সাধারণ উপদেষ্টা ও মো. মোবারক হোসেন (ফকিরখালী) সহ-সভাপতি, মো. মিনারুল ইসলাম (ফকিরখালী) সহ সাধারণ সম্পাদক, মো. নাজমুল হাসান রুবেল (ফকিরখালী) সাং গঠনিক সম্পাদক, সোলাইমান- (বনশ্রী) সহ সাংগঠনিক সম্পাদক, মো. পাভেল রহমান (ফকিরখালী) কোষাধ্যক্ষ, রায়হান হেসেন জনি (ফকিরখালী) সহ কোষাধ্যক্ষ, আহসান কামরুল (বাড্ডা) প্রচার সম্পাদক, মো. রকিবুল হাসান রাকিব (ফকিরখালী) উন্নয়ন সম্পাদক, সমিজ উদ্দিন সহ উন্নয়ন সম্পাদক করে কমিটি দেওয়া হয়। এছাড়াও কমিটিতে সদস্য পদে আরও অনেককেই রাখা হয়েছে।