বাড়তি ভাড়া আদায়ের অপরাধে একদিনে ৬৫ বাসকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা ও চট্টগ্রামের ১৩টি স্পটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ১০টি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৩ নভেম্বর) সংশ্লিষ্টদের ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করে।
বিআরটিএর এনফোর্সমেন্ট শাখা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত ২৩১ ডিজেল চালিত ও ৩৫ সিএনজি চালিত মোট ২৬৬ বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে। এ সময় বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৬৪টি ডিজেল চালিত ও একটি সিএনজিচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে দুটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। এছাড়া একজন হেলপারকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত