শেখ হাসিনাকে ‘ডেভিল রাণী’ বললেন সোহেল তাজ

আওয়ামী লীগ সভানেত্রী ও গণঅভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডেভিল রাণী’ বলে আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। একইসাথে তিনি দলটির সমর্থকদের ‘জোম্বিলীগ’ বলেও অভিহিত করেছেন।

শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে শিশু ও ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে শত শত মানুষ মারা হয়েছে, জাতিসংঘের এই রিপোর্ট শেয়ার করে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন: ‘‘জাতিসংঘের তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে, জুলাই- অগাস্ট ছাত্র/জনতা গণঅভুত্থানে গণহত্যার জন্য শেখ হাসিনা এবং তার দল/সরকার দায়ী। শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে শিশু এবং ছাত্র/জনতার উপর গুলি চালানো হয়, যার ফলে শত শত প্রাণহানি হয়, ৬০০ বেশি অন্ধ হয়ে যায় আর হাজার হাজার মানুষ আহত হয়।

এখন দেখার বিষয় আওয়ামী জোম্বিলবডিলীগ (#Zombieleague🇧🇩) এর ব্রেইনওয়াশড জোম্বিরা জাতিসংঘের এই রিপোর্ট এর পর কিভাবে তাদের জোম্বি/ডেভিল রানীর সাফাই গাবে।

দৃষ্টি আকর্ষণ: গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া জোম্বিলীগ (Zombileague) এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

বিঃ দ্রঃ নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি। আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করা।’’