লেবানন থেকে বাংলাদেশী প্রবাসীদের ফিরিয়ে আনার দাবি

লেবাননে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদ ও যুদ্ধে মানবিক বিপর্যয়ের শিকার বাংলাদেশী প্রবাসীদের জরুরি খাদ্য সহায়তা ও দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সহ প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানান। একইসাথে লেবাননে বাংলাদেশী প্রবাসীদের জরুরি খাদ্য সহায়তা ও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।