নড়াইলে সবজি ক্ষেত থেকে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় নড়াগাতি থানার মুলশ্রী গ্রামের এক সবজি বাগানে অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হাসনাত ওয়াসিম (৪৫) মুলশ্রী গ্রামের মৃত হাসমত আলী শিকদারের ছেলে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা শনিবার (২৭ মে) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সুকান্ত সাহা বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ মুলশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এসময় আবুল হাসনাত ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার সবজি বাগান থেকে পাঁচটি গাঁজা গাছ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত