চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন আহম্মেদ জীবননগর পৌর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন হুমায়ুন আহম্মেদ। পথে পেয়ারাতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি অবৈধ যান লাটাহাম্বারের (স্থানীয় যান) পেছনে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে নেওয়ার পরামর্শ দেন। যশোরে নেওয়ার পথে হুমায়ুন আহম্মেদের মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত