কানে ইয়ারফোন দিয়ে রেললাইন পারাপার, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নবীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রশিদুল ইসলাম (২০)। তিনি দিনাজপুর ওই এলাকার একটি বেকারিতে কর্মরত ছিলেন। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামে।

স্থানীয়রা জানায়, আজ সকালে রশিদুল কানে ইয়ারফোন দিয়ে মোবাইল ফোনে গান শুনতে শুনতে স্থানীয় বেলতলী বাজারের দিকে যাচ্ছিলেন। নবীপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে সকাল পৌঁনে ৮টায় পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।