হেলাল উদ্দিন: সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার সৈকতে ভেসে এসে পাথরে আটকা পড়েছে একটি মা কচ্ছপ। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ছেঁড়াদিয়ার দক্ষিণ দিকের সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসলে কচ্ছপটি উদ্ধার করে পুনরায় সাগরে অবমুক্ত করা হয়।
সেন্ট মার্টিনের সৈকতকর্মী সুপারভাইজার জয়নাল আবেদীন বলেন, গতকাল বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে ছেঁড়াদিয়ায় ঘুরতে যাই। দ্বীপের দক্ষিণে যাওয়ার সময় কচ্ছপটিকে আটকে থাকতে দেখি। পায়ে আঘাতের চিহ্ন ছিল। আমরা আঘাতের পরিচর্যা করে কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দিই। কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। হয়তো ডিম ছাড়তে এসে সৈকতের পাথরে আটকা পড়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক শাহ আলম জানান, না দেখে ঠিকভাবে বলা সম্ভব নয় এটা কোন প্রজাতির কচ্ছপ।
এ বিষয়ে টেকনাফের ইউএনও মো. কামরুজ্জামান বলেন, ছেঁড়াদিয়ার সৈকতের পাথরে একটি মা কচ্ছপ আটকে পড়ার খবর দেন সৈকতকর্মী ও ইউপি চেয়ারম্যান। পরে সেটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছেন সৈকত কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত