মানবাধিকার কর্মীর বাড়িতে হামলা, ডাকাতি ও আগুন

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে মানবাধিকার কর্মী মোঃ রফিকুল ইসলামের গ্রামের বাড়িতে ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকজন দুর্বৃত্ত ও কিশোর গ্যাং এর সদস্যরা মোঃ রফিকুল ইসলাম ও তার পরিবারের খোঁজে বের হয়। তাদের খুঁজে না পেয়ে তার বাড়িতে হানা দিয়ে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

এ সময় মোঃ রফিকুল ইসলামের বৃদ্ধা মা সফুরা খাতুন তাদের বাধা দিতে গেলে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত ও অসম্মানের শিকার হন। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পালানোর আগে তারা সফুরা খাতুনকে হুমকি দেয় যে, যত তাড়াতাড়ি সম্ভব মোঃ রফিকুল ইসলাম ও তার পরিবারকে তাদের কাছে হাজির করতে। অন্যথায় তারা যেখানেই হোক রফিকুল ইসলামের পরিবারকে জীবিত কবর দেবে।

হামলাকারীরা চলে যাওয়ার পর প্রতিবেশী ও আশপাশের স্কুল-কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে আগুন নেভাতে সহায়তা করে। আগুনের কারণে মোঃ রফিকুল ইসলামের দুটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল হান্নান জানান, মোঃ রফিকুল ইসলাম মূলত একজন মানবাধিকার কর্মী ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন উপায়ে অবদান রাখেন। তিনি প্রকাশ্যে সকল প্রকার অন্যায় ও অসাম্যের বিরোধিতা করেন। তার জানামতে, দুর্বৃত্তরা মোঃ রফিকুল ইসলামের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে এবং নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় সে ও তার পরিবার হামলার শিকার হয়।

এ ঘটনায় মোঃ রফিকুল ইসলামের মা সফুরা খাতুন স্থানীয় থানায় আইনি সহায়তা নিতে গেলে অপরাধীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে বলে জানা গেছে।