আন্তর্জাতিক
তুর্কিতে গ্রেপ্তার হওয়া ইসলামিক গ্রুপ নিয়ে অস্ট্রেলিয়াকে একহাত নিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আর্ডেন জানিয়েছেন, তারা বহু আগে থেকেই অস্ট্রেলিয়াকে এবিষয়ে সাবধান করেছিল। তবে তারা সেই কথায় কর্ণপাত করেনি। এনডিটিভি সূত্রে খবর, অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের এবিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেখানে অস্ট্রেলিয়া স্পষ্টভাবে জানিয়েছিল তারা এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করলে তা আগে থেকে নিউজিল্যান্ডকে জানাবে। তবে তারা তা করেনি। নিজের দায়িত্ব এক্ষেত্রে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে তারা। সিরিয়ান বর্ডারে যে ঘটনা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে নিউজিল্যান্ড।
সিরিয়া থেকে অবৈধভাবে যারা প্রবেশের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হলেও তা হয়নি বলে দাবি করেছেন আর্ডেন। তবে তিনি তার বক্তব্যে জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকার যে কাজ করেছে তা তাদের দেশের পক্ষে সঠিক মনে হলেও কিউয়িরা তা মানছেন না। বিশ্বের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে নিউজিল্যান্ড সামনভাবে কাজ করছে। তবে তারা কখনই অস্ট্রেলিয়ার কাজকে সমর্থন করবে না। কোনো সন্ত্রাসবাদী যদি ছদ্মবেশে নিউজিল্যান্ডের মাটিতে স্থান নেয় তবে তাকে সেখান থেকে খুঁজে বের করার কাজ করবে কিউয়িরা। তার দেশের সেনাবাহিনী সেই কাজ আগেও করেছে,ভবিষ্যতেও করবে। নারী এবং শিশুদের আড়ালে যদি জঙ্গিরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চায় তাহলে তাদের সেখান থেকে বের করা অতি কঠিন কাজ। ২০১৪ সাল থেকে ৩ হাজার নিউজিল্যান্ডবাসীকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়া হয়নি। কারন হিসাবে সেখানে তাদের চরিত্র সঠিক নয় বলে দেখানো হয়েছিল। সঠিক তথ্য যাচাই না করে অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে আজও বিরূপ হিসাবে দেখে কিউয়িরা।